জেলা তথ্য অফিস, পঞ্চগড়ের আয়োজনে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার সদর উপজেলা পরিষদ হলরুমে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ২২/১০/২০২০ তারিখে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । দিনব্যাপী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান জনাব মোঃ আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সম্মানীত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফ হোসেন । কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জনাব মোঃ আব্দুল আল- মামুন কাওসার । কর্মশালায় তিনজন রিসোর্স পার্সন শিশু ও নারীর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তিনটি সেশন পরিচালনা করেন । এসব সেশনে জীবন তথ্য, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ,জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস