ব্রিটিশ ভারতে ১৯২৪ সালে জনগণকে স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ে সচেতন করার লক্ষ্যে পাবলিক হেলথ ডিভিশনের অধীনে ডিসট্রিক্ট পাবলিক রিলেশন্স অফিস সৃষ্টি করা হয়। তৎকালীন তথ্য বিভাগের আওতায় পাবলিসিটি ডিপার্টমেন্ট নামে কলকাতায় রাইটার্স বিল্ডিং-এ এই বিভাগের কার্যক্রম শুরু হয়। ১৯৪৭ সালে তথ্য ও বেতার মন্ত্রণালয়য়ের অধীনে ফিল্ড পাবলিসিটি এবং নিউজ ও ফিল্ম শাখা নিয়ে পাবলিক রিলেশন্স ডাইরেক্টরেট গঠিত হয়।১৯৬৮ সালে এর কর্ম পরিধি বাড়িয়ে প্রত্যেক জেলায় একজন ডিসট্রিক্ট পাবলিক রিলেশন্স অফিসারের পদ সৃষ্টি করা হয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশের তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ পরিষদ বি এম আর এবং মহিলা শাখাকে একত্রিত করে ১৯৭২ সালে গণযোগাযোগ অধিদপ্তর গঠন করা হয়।দেশের ৬৪টি জেলা ও ৪ টি পার্বত্য উপজেলাসহ মোট ৬৮ টি তথ্য অফিসের মাধ্যমে গণযোগাযোগ অধিদপ্তর সরকারের কর্মসূচী ও নীতি সম্পর্কে দেশের জনসাধারণকে অবহিত,শিক্ষিত ও উদ্বুদ্ধ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস