শিরোনাম
বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি(এপিএ)’র আওতায় উম্মুক্ত বৈঠক
বিস্তারিত
উঠান বৈঠক
২৮ আগস্ট ২০২৪ খ্রি.
জেলা তথ্য অফিস, পঞ্চগড়ের আয়োজনে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি(এপিএ)’র আওতায় পঞ্চগড় জেলার সাকোয়া ইউনিয়নের বালাভীর পাড়া গ্রামের বিরেশ চন্দ্র ঘোষ এর বাড়ীর উঠান ও বেংহাড়ী কাজীপাড়া গ্রামের রাম প্রসাদের বাড়ীর উঠানে ০২টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ, সাম্প্রদায়িকতা, গুজব, সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা, অটিজম, পরিবেশ সংরক্ষণ,স্বাস্থ্য, শিক্ষা স্যানিটেশন,বাল্য বিয়ে, মাদক বিরোধী বিষয়সহ বিভিন্ন সচেতনতামূলক বিষয়ের উপর ভিডিও কলে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন জনাব কে এম খালিদ বিন জামান, উপপরিচালক (মাঠ প্রচার ), গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ হায়দার আলী, তথ্য অফিসার(রু:দা:), জেলা তথ্য অফিস, পঞ্চগড় । বিশেষ অতিথি হিসেবে মো: হারুন অর রশিদ, ইউপি সদস্য, সাকোয়া ইউপি, পার্বতী রাণী বর্মন, সংরক্ষিত ইউপি সদস্য,সাকোয়া ইউপি ও উদয় কুমার ঘোষ, সভাপতি, মানব কল্যাণ পরিষদ,পঞ্চগড়। এ উঠান বৈঠকদ্বয়ে প্রায় ১৬০জন নারী, পুরুষ অংশগ্রহণ করেন ।