জেলা তথ্য অফিস, পঞ্চগড় এর আয়োজনে “শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম “ শীর্ষক প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের খালপাড়া গ্রামের মোতালেব এর বাড়ীর উঠান ও কামাত পাড়া গ্রামের জগদীশ রায় এর বাড়ীর উঠানে ০২টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে বাল্যবিয়ে, নারী নির্যাতন, ডেঙ্গু প্রতিরোধ, মাদকের কুফল, মানব পাচার, গুজব, ইভটিজিং প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, স্বাস্থ্য-শিক্ষা-স্যানিটেশন, তথ্য অধিকারসহ ইত্যাদি বিষয়ে বিষদ আলোচনা হয়। উঠান বৈঠকে বক্তব্য রাখেন মোঃ হায়দার আলী, তথ্য অফিসার (রু:দা:), জেলা তথ্য অফিস, পঞ্চগড়। মোছা: রহিমা বেগম, সংরক্ষিত ইউপি সদস্য, দেবীডুবা ইউপি, দেবীগঞ্জ, পঞ্চগড়সহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠান সঞ্চালনা করেন তন্ময় কুমার দাস, ঘোষক, জেলা তথ্য অফিস,পঞ্চগড়। উক্ত ০২টি উঠান বৈঠকে নারী, পুরুষ, শিশুসহ প্রায় ১৯০ জন উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS