Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
নারী সমাবেশ
Details

জেলা তথ্য অফিস, পঞ্চগড় এর আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)'র আওতায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ হলরুমে  একটি নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত নারী সমাবেশে তারণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন এবং  জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণ, বাল্যবিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যব্যবহার, মাদক, ডেঙ্গু প্রতিরোধ, গুজব, স্বাস্থ্য- শিক্ষা- স্যানিটেশন, সাম্প্রদায়িকতা, সরকার ও  রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি  প্রতিরোধ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয় বিষদ আলোচনা হয়। নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আমিনুল ইসলাম-চেয়ারম্যান, বলরামপুর ইউনিয়ন পরিষদ, পঞ্চগড়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ গোলাম রব্বানী আকন্দ, উপ-পরিচালক-বিআরডিবি, পঞ্চগড়।মোঃ ইউনুস আলী-সহকারী প্রধান শিক্ষক, বলরামপুর উচ্চ বিদ্যালয়,পঞ্চগড়, মোঃ আইনুল হক-ইউপি সদস্য, বলরামপুর ইউপি, মোঃ খাইরুল ইসলাম-ইউপি সদস্য, মোছা: ইতি বেগম-সংরক্ষিত ইউপি সদস্য, পঞ্চগড়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হায়দার আলী-তথ্য অফিসার (রু:দা:), জেলা তথ্য অফিস, পঞ্চগড়। অনুষ্ঠান সঞ্চালনা করেন তন্ময় কুমার দাস, ঘোষক, জেলা তথ্য অফিস, পঞ্চগড়। উক্ত নারী সমাবেশে নারী ও পুরুষসহ প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন।

Attachments
Publish Date
11/02/2025
Archieve Date
11/02/2025